ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হাবিপ্রবি ভিসির রুটিন দায়িত্বে প্রফেসর ড. বিধান চন্দ্র

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসির মেয়াদ শেষ হওয়ায় প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারকে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

অফিস আদেশে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মু. আবুল কাসেমের মেয়াদ গত ৩১ জানুয়ারি পূর্ণ হওয়ায় উক্ত পদে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার রুটিন দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, ‘মন্ত্রণালয়ের অফিস আদেশ পেয়েছি, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি