ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শাবি শিক্ষক সমিতি নির্বাচন ১৫ মার্চ

শাবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৪, ১০ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচন-২০২১ আগামী ১৫ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (১০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন এ তথ্য জানান। 

ড. জায়েদা শারমিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে তিনটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবছর মোট ভোটারের সংখ্যা প্রায় ৫’শতাধিক। আগামী ১৫ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  

তিনি আরও জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন ও অধ্যাপক ড. আহমদ সায়েম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল ও যুগ্ম-সম্পাদক পদে আইআইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব প্রার্থী হয়েছেন।

ছয়টি সদস্য পদে এই প্যানেল থেকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, ওশেনোগ্রাফী বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক সাজদিক আহমেদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক শফিউল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির প্রার্থী হয়েছেন।

ছয়টি সদস্য পদের বিপরীতে একই প্যানেল থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ,  বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের  সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

অন্যদিকে, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ. মো. আতিকুল হক, যুগ্ম সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল হায়দার প্রার্থী হয়েছেন।

ছয়টি সদস্য পদে এই প্যানেল থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি  বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি