ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হলো বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:১৭, ১৭ অক্টোবর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো সারাদেশে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

রোববার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হয়।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা নেয়া হয়।

প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হয়, যার মধ্যে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু এক লাখ ৩১ হাজার ৯০১ জন।

মানবিকের ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

তিন ইউনিট মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা ২২ হাজার ১৩টি। সে হিসাবে গড়ে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১ জন পরীক্ষার্থী।

আগামী ২৪ অক্টোবর ‘বি’ ও ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি হচ্ছে সেগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি