ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩

শাবিপ্রবিতে কারিকুলাম উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার কারিকুলামের উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মশালায় সোমবার শুরু হয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে। এ কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দীন আহমেদ। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুব আলী। ব্যবসায় বিভাগের প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলামসহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন।

শাহজালালা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই দরকার। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই একটি অংশ হলো এই প্রোগ্রাম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি