ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জবিতে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জে এন ইউ ডি এস) আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

কর্মশালায় ট্রেইনার হিসাবে বক্তব্য রেখেছেন, জে এন ইউ ডিএস এর সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টু, জেএন ইউ ডিএস এর সাবেক সভাপতি এবং ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক আওফা ইসলাম, জেএন ইউ ডিএস এর সাবেক আহবায়ক ও সমকালের সিনিয়র সাব ইডিটর ও আইটি ইনচার্জ  হাসান  জাকির, জেএন ইউ ডিএস এর সাবেক সহ-সভাপতি এবং এসএ টিভির সংবাদ উপস্থাপক সালাউদ্দিন সাদী।

কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএন ইউ ডিএস) এর সভাপতি সবুজ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইঁয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএন ইউ ডিএস) সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহিম সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সোসাইটির মডারেটর সুমন কুমার মজুমদার,সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দিন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি