ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বেরোবি`র মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষের পদত্যাগ

বেরোবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৭:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ (চলতি দায়িত্ব) পদত্যাগ করেছেন। প্রাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার ১৭ দিন পর নিজ পদ থেকে পদত্যাগ করলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ)। বুধবার দুপুরে তিনি পদত্যাগ পত্র জমা দেন। 

পদত্যাগের কথা নিশ্চিত করে ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘একান্ত ব্যক্তিগত সমস্যার কারনে আমি প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছি।’
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ড. তুহিন ওয়াদুদকে প্রাধ্যক্ষের পদে নিয়োগ দেওয়া হয়। 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি