ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

জবি ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০ বিজয়ী শাহাদাত

জবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২০, ১১ নভেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০-এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই পুরষ্কার বিতরণ ও সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি মেন্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খ্রীষ্টিন রিচার্ডসন ও প্রক্টর ড. মোস্তফা কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির সভাপতি আসিফ আহমেদ রোজেল এবং সাধারণ সম্পাদক ইমরান নাজিরসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। জানা যায়, এই প্রতিযোগিতায় ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি