ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

নোবিপ্রবিতে প্রথম বর্ষের নবীনবরণ কাল

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০৮, ৩১ ডিসেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাগত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রাম সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও ২টি ইন্সটিটিউটের মোট ৩০টি বিভাগে ১ হাজার ৩২০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

এদিকে, নবীনদের বরণ করে নিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের প্রশাসন ও সংগঠন। পুরো ক্যাম্পাস জুড়ে টানানো হয়েছে নানা ধরনের ব্যানার। প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামও।

প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবি ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ৬ ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১ দশমিক ৮৫ শতাংশ পাস করেন। গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি