ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান সাইদুর রহমান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ সাইদুর রহমান ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ৩১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে আগামী এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

বিওটির সদ্য বিদায়ী চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের তিন সদস্যকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তাঁরা হলেন - মো. এনায়েত উল্লাহ, ইমরোজ হোসাইন ও মনিরুজ্জামান মোল্লা। বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
 
শেখ সাইদুর রহমান ১৯৫৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি