ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সরাইলের সন্তান সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারি প্রাথমিক শিক্ষক

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৬:০৩, ১৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০৭, ১৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯- এর সিলেট বিভাগের চূড়ান্ত নির্বাচন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে চার জেলার মোট ১৩ টি উপজেলার মধ্যে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক বাছাই করা হয়।

ওই চারজনের মধ্যে বাছাই করে সোমবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে অফিসিয়ালি ঘোষণা দেয়া হয় সুকান্ত কুমার চক্রবর্ত্তীকে।

তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমার খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

নির্বাচন বোর্ডে উপস্থিত ছিলেন, বিভাগীয় বাছাই কমিটির সভাপতি এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এপিএ, প্রাথমিক শিক্ষা সিলেট- এর উপ পরিচালক শাফায়েত আলমসহ মোট ৫ জন।

সুকান্ত কুমার চক্রবর্ত্তী ২০০৫ সালে সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি