ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পবিপ্রবিতে বসন্ত বরণে পিঠা উৎসব

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বসন্ত বরণ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। বিশ্ববিদ্যালয়ের কৃষি, কম্পিউটার সায়েন্স, ব্যবসায় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে খড়-কুটা দিয়ে তৈরি করা হয় পৌনঃপুনিক, বাহারী ও পিঠাপুলির গল্পসহ নানা নামের বেশ কয়েকটি স্টল। 

এসব স্টলে মিলছে ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ প্রায় দেড় শতাধিক ধরণের পিঠা। স্টল গুলোকে সাজানো হয়েছে বাঙালি ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এমন বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে।

কৃষি অনুষদের শিক্ষার্থী নাজিফা জানান, বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন করেছেন তারা। আরেক শিক্ষার্থী সাবিত খান বলেন, 'পিঠা বাঙ্গালীর ঐতিহ্য। আমরা চাই এ ঐতিহ্য টিকে থাকুক আজীবন।' এদিকে পিঠার স্টলগুলোতে শিক্ষার্থীদের ভীড় দেখা গেছে। পিঠা উৎসবে বাঙালি সাজে সেজে বসন্ত বরণে মেতে উঠতে দেখা যায় তাদের।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি