ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

অবশেষে রাবিতে কার্যকর হলো যৌন নিপীড়ন সেল

রাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৭, ৪ মার্চ ২০২০

দীর্ঘ ছয় মাস অকার্যকর থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. সেলিনা নাজকে সভাপতি ও রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. রুকসানা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪৯৮তম সিন্ডিকেটে নতুন এই দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান।

এর আগে ২০১৯ সালের ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রফেসর ফেরদৌস।

পদত্যাগপত্র জমা দিয়ে সভাপতির কার্যক্রম থেকে সরে আসেন তিনি। তার পর থেকে বন্ধ ছিলো সেলের কার্যক্রম। এনিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি