ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বশেমুরবিপ্রবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৩৬, ৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে ছাত্র ও ছাত্রী দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ছাত্র ক্যাটাগরিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ এবং রানার্সআপ হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

অন্যদিকে, ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালক বাবুল মন্ডল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান। টুর্নামেন্ট শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করে বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। সবদিকে সবাইকে সমানভাবে পারদর্শী হতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন রফিকুন্নেসা আলী, সিএসসি বিভাগের সভাপতি ড. সালেহ আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মজনুর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

খেলা উপভোগ করতে আসা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলআমিন বলেন, মাসব্যাপী প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ এ টুর্নামেন্ট উপলক্ষে ক্যাম্পাসে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে। একাডেমিক পড়াশুনার পাশাপাশি এ ধরনের টুর্নামেন্ট একদিকে যেমন শিক্ষার্থীদের আনন্দ দেয়, অন্যদিকে নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে।

প্রসঙ্গত, মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ অংশগ্রহণ করে। নিয়ম ভঙ্গ করার দায়ে ২ বছরের নিষেধাজ্ঞা থাকায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগ গতবারের ন্যায় এ বছরও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি