ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘আরটিভি প্লাস’র ঈদ আয়োজনে তৃতীয় দিন যা থাকছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৩ আগস্ট ২০২০

ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদ উল আজহা উপলক্ষে আরটিভি প্লাস সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের নতুন ৩৭টি কন্টেন্ট  উপহার দিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে একক নাটক ৩১টি, ৭ পর্বের ধারাবাহিক ২টি এবং ৪টি মিউজিক ভিডিও। 

এক নজরে দেখে নেয়া যাক ৭ দিনব্যাপী ‘আরটিভি প্লাস’র ঈদ আয়োজনে তৃতীয় দিন যা থাকছে।

নাটক : অপচিন্তা। পরিচালনায় তপু খান। অভিনয়ে শ্যামল মাওলা ও জেসিয়া। সময় দুপুর ২টায়।

মিউজিক ভিডিও : বড় লোকের বেটি। সঙ্গীত জেকে মজলিশ। শিল্পী আঁখি। সময় রাত ৮ টায়।

৭ পর্বের ধারাবাহিক নাটক : হৈহৈরৈরৈ। পরিচালনায় মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মুসাকীর সায়েদ, হায়দার মিঠুন। সময় রাত ৮টা ৩০ মিনিট।

নাটক : স্বার্থপর। পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী। সময় রাত ৯টা ৩০ মিনিট।

নাটক : ব্যঞ্জনবর্ণ। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, শায়লা সাবি, মনিরা মিঠু। রাত ১০টা ৩০ মিনিট।

৭ পর্বের ধারাবাহিক নাটক : বৌ সামলানো সহজ উপায়। ইমরাউল রাফাত। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, মনিরা মিঠু। সময় রাত ১২টায়।

নাটক : ওস্তাদ আলি চাঁদ বক্শি। পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মীর সাব্বির, ফারিয়া শাহরিন সময় রাত ১২টা ৩০ মিনিট।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি