ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আমি সাহস করেছি, আশা করি উতরে যাব : মোমেনা চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২৭ আগস্ট ২০২০

করোনা ভাইরাসের কারণে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে থিয়েটার মঞ্চ। আলো নেই হল রুমে, নেই নাটকের প্রদর্শনী। পাশাপাশি রিহার্সেলও ছিল বন্ধ। এরইমধ্যে আলোর বার্তা নিয়ে হাজির হয়েছেন টিভি ও মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরী। 

আগামীকাল ২৮ আগস্ট সন্ধ্যায় মহিলা সমিতির মঞ্চে তিনি নিয়ে আসছেন তার একক অভিনয়ের নাটক ‘লালজমিন’। শূন্যন রেপারটারের প্রযোজনায় নাটকটির ২৪৪তম প্রদর্শনী হতে চলেছে এটি। আর এর মধ্য দিয়েই দীর্ঘদিন পর মঞ্চের পর্দা উঠতে চলেছে। 

দীর্ঘ দিন পর মঞ্চে পা রাখা নিয়ে মোমেনা চৌধুরী বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে প্রদর্শনী করব এবং হলও পেয়ে গেলাম, তখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। কারণ মাঝে পাঁচ মাস বিরতি গেছে। ভেবেছিলাম সংলাপ ভুলে গেছি হয়তো। আমি বাসায় কাজের পাশাপাশি রিহার্সেল করছি। দেখলাম, সংলাপ ভুলিনি। একক অভিনয়ের নাটক এটি। আমি একা অভিনয় করব এতে। নাটকটি বেছে নেয়ার এটাও একটা কারণ। এছাড়া দৃশ্যসজ্জার কাজে আমার দুজন সহযোগী, একজন মিউজিক, আর লাইটের লোক থাকবেন শুধু। সব মিলিয়ে সমাগমটা কম।’

তিনি বলেন, ‘আসলে অন্যান্য কাজ করতে গিয়ে আমার সাহস হয়েছে যে মঞ্চেও কাজ করা যেতে পারে। মনে হলো মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে করা সম্ভব। তাছাড়া সবই যখন খুলেছে, তখন থিয়েটার কেন না? এর সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত। আমি নিজেই জুলাই থেকে শুটিং করছি। শুটিং মানে তো অনেক মানুষের সমাগম। একসঙ্গে দাঁড়িয়ে কাজ করতে হয়। মঞ্চে বরং দূরত্বটা বজায় রাখা যায়। সবকিছু চিন্তাভাবনা করে মনে হলো কিছু একটা করি।’ 

মোমেনা চৌধুরী বলেন, ‘আমি যখন মহিলা সমিতিতে যাই, আমাদের গাজী ফিরোজ ভাই ছিলেন। তিনি বললেন, ‘আপা আপনি সাহস করে একটা আবেদন করলে আমরাও সাহস করে দিতে পারব।’ আমি আবেদন করলাম। আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবীটা সাহসী মানুষের। আমার দলের সদস্যরাও অনেক সাহসী। আমি সাহস করেছি। আশা করি উতরে যাব।’

এই মঞ্চ তারকা বলেন, ‘প্রতি দুই আসন পর পর একজন করে দর্শক বসবেন। এক্ষেত্রে দর্শক সংখ্যাও সীমিত থাকবে। আমরা আমাদের দিক থেকে সচেতন থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আসনগুলো আগেই জীবাণুমুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে নাটকটি দেখতে বলব। কেন নাটকটা নিয়ে এত কথা, কেন আমি এত বছর, এত দূরে দূরে এটি দেখিয়েছি, সেটা অন্তত মানুষ উপলব্ধি করতে পারবে। নাটকটি এমন এমন জায়গায় দেখিয়েছি, যেখানে মানুষ আগে মঞ্চ নাটক দেখেনি। এটা হবে ২৪৪তম প্রদর্শনী। দেশের কোনো একক অভিনয়ের নাটকের ইতিহাসে এটা একটা মাইলফলক। এজন্য আমি মনে করি কাজটা দেখা দরকার।’
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি