ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শুটিংয়ে আহত নিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৮ মে ২০২১

Ekushey Television Ltd.

নিজের নতুন শো-র শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্কিন গায়ক ও গীতিকার নিক জোনাস। তিনি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। ২৮ বছর বয়সী নিক জোনাস সেদিন একটি অঘোষিত প্রকল্পের শুট করছিলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নিক জোনাসকে শনিবার রাতে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার গানের অনুষ্ঠান ‘দ্য ভয়েস’-এর কাজ শুরু করার কথা নিকের।

গণমাধ্যমের খবর, বর্তমানে নিক জোনাস লস অ্যাঞ্জেলেসে রয়েছেন। তবে কাজের সূত্রে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত এক বছর লন্ডনে রয়েছেন। সেখানে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছে এই বলিউড অভিনেত্রী।

অন্যদিকে, সম্প্রতি নিক জোনাস মুক্তি দেন তাঁর স্টুডিও অ্যালবাম ‘স্পেসম্যান’। অভিনেতা হিসেবে তাঁকে ‘জুমনজি : ওয়েলকাম টু দি জঙ্গল’, ‘মিডওয়ে ও ‘ক্যায়োস ওয়াকিং’ সিনেমায় দেখা গেছে। বিলবোর্ডস মিউজিক অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় থাকবেন নিক। এই অনুষ্ঠানটি হবে আগামী ২৩ মে।
সূত্র : টিএমজেড, বলিউড হাঙ্গামা
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি