ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হাসপাতালে ভর্তি অনুরাগ কাশ্যপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৭ মে ২০২১

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন ধরে বুকে ব্যথায় অসুস্থ ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। গত সপ্তাহে সে যন্ত্রণা বেড়ে যাওয়ায় ভর্তি হন মুম্বাইয়ের একটি হাসপাতালে। সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এখন সুস্থ আছেন তিনি, সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

প্রাথমিকভাবে বুকে ব্যথা শুরু হতেই অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। সেই রিপোর্টে দেখা যায় পরিচালকের হার্টে বেশ কিছু ব্লকেজ রয়েছে। এরপর দেরি না করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। 

অনুরাগ কাশ্যপের মুখপাত্র এই অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেন। তিনি এও জানিয়েছেন যে পরিচালক সুস্থ রয়েছেন তবে চিকিতসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কাজ শুরুর আগে এক সপ্তাহ তাকে বিশ্রামেই থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

‘দোবারা’-র পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অনুরাগ। মার্চেই এই ছবির শুটিং শেষ করেছিলেন তিনি। অনুরাগের এই ছবিতে ফের দেখা যাবে ‘মনমরজিয়া' নায়িকা তাপসী পান্নু। 'দোবারা' ছবিটি একটি সায়েন্টিফিক থ্রিলার। তাই পোস্ট প্রোডাকশনে অনেকটাই কাজ রয়েছে। এই ছবিতে রয়েছেন পাভেল গুলাটিও।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি