ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সৃজিতের ‘এক্স=প্রেম’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৯ জুন ২০২১ | আপডেট: ২০:৩৬, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

সৃজিত মুখোপাধ্যায় শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’। মঙ্গলবার হয়ে গেল ছবির মহরৎ। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে শুটিং। প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে পরিচালক, কলাকুশলী ও অভিনেতাদের উপস্থিতিতে এই মহরত অনুষ্ঠিত হয়।

সৃজিত এই প্রথম তারকা ছেড়ে একঝাঁক তরুণ তরতাজা মুখ নিয়ে ছবি করতে চলেছেন। প্রেম-বিরহ-সম্পর্কের জটিল সমীকরণ কীভাবে চিত্রনাট্যে সাজিয়েছেন পরিচালক, তাই নিয়েই চলছে নানা গুঞ্জন। ছবির প্রথম লুক ইতিমধ্যেই জনপ্রিয়। অর্ণব-অদিতি ও খিলাৎ-জয়িতাকে ঘিরেই এই ছবির কাহিনি। ভালোবাসার জন্য যে কোনও পাহাড় ডিঙোতে রাজি এই দুই জুটি।

নিজের চিরচেনা পথ ছেড়ে তরুণ মুখ নিয় হাজির হবেন তিনি। এই ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী ও মধুরিমা বসাক।

এই ছবি নিয়ে ইতিমধ্যেই একরাউন্ড বিতর্ক হয়ে গেছে। শিলাজিতের বিখ্যাত গানের অ্যালবামের নামে সিনেমার নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে একহাত নিয়েছেন সঙ্গীতশিল্পী। উত্তর দিয়েছেন সৃজিতও। ছবির শুটিং শুরুর আগে থেকেই আলোচনায় সৃজিতের আপকামিং বাংলা ছবি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি