ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনকে ডিবিতে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ২২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ এনে কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের শরণাপন্ন হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেছেন তিনি। বিষয়টি আমলে নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল ক্রাইম ও সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জায়েদ খান জানান, বেশকিছু দিন ধরে তার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে কয়েকটি ইউটিউব চ্যানেল। এতে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন এ অভিনেতা। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

জায়েদ খান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ আমাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এগুলো আমাদের জন্য মানহানিকর। শিল্পীদের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে না পারে তাই লিখিত অভিযোগ করেছি। আমার অভিযোগটি তদন্ত করছেন সাইবার ক্রাইম বিভাগের এডিসি মনিরুল ইসলাম।

কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জানতে চাইলে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ইউটিউব চ্যানেল এমটি ওয়ার্ল্ড, দেশ বাংলা এবং সাদিয়া, রাইমা ইসলাম শিমুসহ কয়েকজনের নামে অভিযোগ করেছি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

জায়েদ খান আরও বলেন, এরা গণমাধ্যমকর্মী হিসেবে এফডিসিতে প্রবেশ করে। কিন্তু পেশাগতভাবে সঠিক ও বৈধ কোনো পরিচয়পত্র নেই। এফডিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই তারা যেন এ ব্যাপারে কঠোর হন। যাকে তাকে এফডিসিতে প্রবেশের অনুমতি যেন না দেন। আমি মনে করি এতে করে ইন্ডাস্ট্রির মধ্যে বিশৃঙ্খলা কমে যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি