ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিশ্ব দরবারে ‘ফিরে এসো বঙ্গবন্ধু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৮ মার্চ ২০২২

বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধু হয়ে উদ্ভাসিত। তাই বিশ্ববন্ধুকে নিয়ে আয়োজন এবার বিশ্ব দরবারে। সেই প্রয়াসে প্রকাশিত হলো বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে চিত্রায়িত গান ‘ফিরে এসো বঙ্গবন্ধু’। গানটির সুর করেছেন ভারতের চিরন্তন ব্যানার্জি এবং লিখেছেন শুভদ্বীপ চক্রবর্তী।

গানটির রেকর্ডিং ও ভিডিও শুটিং হয়েছে ঢাকা, কলকাতা, লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্ক সিটিতে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ও ভিডিওতে অংশ নিয়েছেন নিউ ইয়র্ক থেকে তনিমা হাদি ও লস অ্যাঞ্জেলসের মারভীন অধিকারী রুপম। এছাড়াও ছিলেন কলকাতার জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, চিরন্তন ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তী। ঢাকা থেকে অংশ নেন সামিনা চৌধুরী, ব্যান্ড ‘স্পন্দন’ ও এ.পি. শুভ।

জাতির জনকের দীর্ঘ সংগ্রামী জীবন এবং বাংলাদেশের মহান স্বাধীনতার মহিমা তুলে ধরার জন্য এটি নির্মিত হয়েছে বলে জানায় ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ টেলিভিশন কর্তৃপক্ষ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে সংগীতচিত্রটি মুক্তি পেয়েছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি