ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জুটি হয়ে পর্দায় নিপুন-ইমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি জুটি হয়ে কাজ করা বেড়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তার ও মামনুন ইমনের। ‘মায়ের মমতা’ এবং ‘এই তো ভালোবাসা’ নামের দুটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজেদের জুটি এগিয়ে নিলেও তা আরও পোক্ত হয়েছিল একজোট হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়াইয়ের মধ্য দিয়ে। আর আবার তারাই এক হয়ে পর্দায় ফিরছেন একটি বিজ্ঞাপনে।

একটি সরিষার তেলের বিজ্ঞাপনে জুটি হয়ে নতুন করে পর্দায় ফিরছেন এই দুই অভিনেতা।

নরসিংদীতে হচ্ছে সেই বিজ্ঞাপনের শুটিং। আর সেখানেই কাজ করছেন নিপুণ ও  ইমন।

শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচারে আসবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি