ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সংগীতশিল্পী তৌসিফ ‘হৃদরোগে আক্রান্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৫ এপ্রিল ২০২২

হৃদরোগে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে বেশকিছু ব্লক ধরা পড়েছে। তাই হৃদযন্ত্রে দ্রুত বাইপাস করতে হবে এই গায়কের।

এ বিষয়ে তৌসিফ বলেন, ‘প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করায় দ্রুত ইবনে সিনা হাসপাতালে যাই। ঈদে সবাই গ্রমের বাড়ি চলে গেছে। ফলে একাই যেতে হয়েছে। সেখানে পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে। বুঝতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছিল। ঈদের পর বাইপাস করাতে হবে।’

তৌসিফ আহমেদ এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর বেশ সুস্থই ছিলেন। তবে গত পাঁচ বছর ধরে ডায়াবেটিকেও ভুগছেন।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর এবারের ঈদে তৌসিফ নিয়ে আসছেন তার নতুন গান ‘ভালোবাসো কি না’। এর আগে ‘বৃষ্টি ঝরে যায়’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তৌসিফ।  

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি