ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নাটক ‘দুবাই প্রবাসী`
প্রকাশিত : ১৬:২৭, ২৬ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘দুবাই প্রবাসী। নাটকটিতে অভিনয় করেছেন নিরঞ্জন নীরু, পূর্ণিমা বৃষ্টি ও অদিতি রহমান। ব্যতিক্রমধর্মী এই নাটকটির চিত্রায়ন ইতোমধ্যে শেষ হয়েছে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেখান সেলিম।
নাটকটির গল্প ও নির্মাণ নিয়ে অভিনেতা-অভিনেত্রীরা জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশা।
নিরঞ্জন নীরু বলেন, ‘এই প্রথম সেখান সেলিমের নির্দেশনায় কাজ করেছি। তিনি সবসময় গল্পনির্ভর নাটক বানাতে চান, যেখান থেকে দর্শক কোনো না কোনো বার্তা পান। এটি হোক কমেডি বা সিরিয়াস – সব কাজেই তিনি মনের জায়গা থেকে দিচ্ছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’
অন্যদিকে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘সবসময় ব্যতিক্রমী গল্পে কাজ করতে ভালো লাগে। “দুবাই প্রবাসী” নাটকটির গল্পে সেই ব্যতিক্রমটা ছিল বলেই এতে যুক্ত হওয়া। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অদিতি রহমান জানিয়েছেন, ‘এখানে আমি গ্রামের এক সহজ-সরল, কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সমাজে কালো মেয়েরা যেসব কষ্ট পায়, বঞ্চনার শিকার হয়, সেই বাস্তবতা তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। আশা করি দর্শকরা একটি গুরুত্বপূর্ণ বার্তা পাবেন।’
নির্মাতা সেখান সেলিম বলেন, ‘প্রবাসীদের জীবনে সঙ্গীর রঙ নয়, মনের সৌন্দর্যই বড়। এই বার্তাটি তুলে ধরতেই “দুবাই প্রবাসী” নাটকটি বানানো হয়েছে। আমরা চেষ্টা করেছি গল্পে আবেগ, বাস্তবতা ও প্রেরণা একসঙ্গে মেলাতে। আশা করি নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।’
নাটকটি ঈদুল আজহার দিন Digimax TV-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে নির্মাতা নিশ্চিত করেছেন।
এসএস//