ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কন্যা সন্তানের মা হলেন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি জানান অভিনেত্রী। তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

কন্যাসন্তান জন্মের খবরে আবেগঘন বার্তায় নাদিয়া লেখেন, “আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।”

উল্লেখ্য, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি