ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিরোনামহীনের কাছে তুহিনের দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ০৯:৫৮, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শিরোনামহীনের কাছে দুঃখ প্রকাশ করেছেন তানযীর তুহিন। গত শুক্রবার রাতে তানযীর তুহিন এক ফেসবুক স্ট্যাটাস দেন। তাতে লিখেন, ‘আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়।’

এরপর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শিরোনামহীন ছাড়ার কারণ ব্যাখ্যা করেন। এরপর শিরোনামহীনের সদস্য, ভক্ত আর শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। যার প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারো একটি স্ট্যাটাস দিয়ে তিনি দুঃখ প্রকাশ করনে। 

দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডের সাবেক কণ্ঠশিল্পী তানযীর তুহিন এখন আছেন মালয়েশিয়ায়। ব্যবসায়িক কাজ আর বিশ্রাম নেওয়ার জন্য তিনি সেখানে গেছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি শিরোনামহীন ব্যান্ডের মেম্বার ও পরিবারবর্গের কাছে দুঃখ এবং অনুশোচনা প্রকাশ করছি, যাঁরা আমার বক্তব্যের জন্য গত কয়েক দিন অমানুষিক দুঃখ ও কষ্ট ভোগ করছেন।’

তুহিন আরও লিখেছেন, ‘আমি শিরোনামহীনের শ্রোতা, ভক্ত, বন্ধু এবং মিডিয়াকে অনুরোধ করছি, আপনারা যেভাবে শিরোনামহীন ব্যান্ডের পাশে থেকে সুখ, দুঃখ, আনন্দে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, সেভাবে আগামী সময়গুলোতেও পাশে থাকবেন।’

তিনি শিরোনামহীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘বিগত বছরের পথচলায় তারা আমাকে যে ভালোবাসা ও সুযোগ দিয়েছে গান গাওয়ার, তা আমার বাকি জীবনটাকে এগিয়ে নিতে উৎসাহ ও প্রেরণা জোগাবে। শিরোনামহীনের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।’

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি