ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে ‘ডুব’ ছবির গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:৩১, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ইউটিউবে প্রকাশ পেয়েছেডুবছবির একমাত্র গানআহারে জীবন। গানটি বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।

চিরকুট ব্যান্ডের তৈরি এই গানটি লিখেছেন শারমীন সুলতানা সুমি। কণ্ঠও দিয়েছেন তিনি।

গানটির বিভিন্ন অংশে দেখা গেছে ছবির ভিন্ন ভিন্ন স্থিরচিত্র। চিরকুট ব্যান্ডের সব সদস্যরা গানের দৃশ্যায়নে অংশ নিয়েছেন। গানের শুটিং করা হয়েছে মধুমিতা সিনেমা হলের ভেতরে। ছবির কাহিনির আবহে গানটি করা হয়েছে।

‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী, আহারে জীবন, আহা জীবন’- গানটির কথা, সুর, সংগীতায়োজন এবং কণ্ঠ- এক কথায় অনবদ্য।

উল্লেখ্য, ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ছবি মুক্তির আগে বাংলাদেশে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর এই প্রিমিয়ার অনুষ্ঠানে ইরফান খানও উপস্থিত থাকবেন। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ।

 

গানটির ভিডিও দেখুন :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি