ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও দ্বৈত গানে আসিফ-আঁখি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

‘টিপ টিপ বৃষ্টিতে’ শিরোনামের একটি রোমান্টিক গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর। গানটির রেকর্ডিং হয়েছে রোববার (১৪ অক্টোবর)।

গানের কথা ও সুর করেছেন তরুণ মুন্সী। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই ইউটিউবে গানটির লিরিক ভিডিও মুক্তি দেওয়া হবে।

গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এই ধরনের রোমান্টিক একটি গান করব। রোমান্টিক ব্যাপারটা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। বৃষ্টির রাতে গানটা একবার শুনলে হবে না, বারবার শুনতে ইচ্ছা করবে।’

পাশাপাশি প্লেব্যাকেও ব্যস্ততায় দিন কাটছে আঁখির। তার বাবা চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমা গল্প’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। কবির বকুলের কথায় গানটির শিরোনাম ‘আমারই পৃথিবী তুমি একটাই’।

উল্লেখ্য, যত ভালোলাগা পেলাম যে ফিরে/যত ভালোবাসা তোকেই যে ঘিরে- এমন কথার এই গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ ও আঁখি আলমগীর। গানের কথা ও সুর করেছিলেন শ্রী প্রিতম। যা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে।

 

গানটির ভিডিও দেখতে :

 

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি