ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

নতুন বছরে শহিদের নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:০৪, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নতুন বছরে নতুন কিছু নিয়ে হাজির হলেন সংগীত শিল্পী শহীদ। ‘এক জীবন’ গানের মাধ্যমে খ্যাতি পাওয়া শহীদে এবার নিয়ে আসলেন ‘তুমি ছাড়া’ শিরোনামের একটি গান। গানটিতে কণ্ঠ নিয়েছেন শহীদ ও ক্লোজআপ ওয়ান তারকা বাঁধন।

গানটি লিখেছেন অনুরুপ আইচ। এর সুর করেছেন শহীদ। সংগীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ।

গতকাল শনিবার ৩০ ডিসেম্বর রাত ৮টায় জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নতুন বছর উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে। এছাড়া গানটি বাংলালিংক ভাইব ও জিপি মিউজিক অ্যাপসেও শুনতে পাবেন শ্রোতারা।

গান প্রসঙ্গে শহীদ বলেন, অনেক শ্রম ও মেধা দিয়ে গানটি তৈরি করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। নতুন বছরে দর্শকদের জন্য এটি নতুন উপহার।

মো. কনকের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফারহান ও লাক্সতারকা ঈশিতা।

 

এসি/টিকে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি