ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থাইল্যান্ডে সৈকতে ক্যাটরিনার অবকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪৭, ৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নতুন বছরে থাইল্যান্ডে অবকাশ যাপন করছেন বলিউডের হট কুইন ক্যাটরিনা কাইফ। থাইল্যান্ডের উত্তাল সমুদ্র সৈকতে আনন্দঘন সময় পার করছেন ‘টাইগার জিন্দা হায়’র এই নায়িকা। সালমানের সঙ্গে নয়, পরিবারকে নিয়েই মাস্তি করছেন তিনি। সঙ্গে রয়েছেন বোন ইসাবেলা কাইফ।  

সমুদ্র সৈকতে আনন্দে সময় কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ক্যাট। ভক্ত ও শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন।

থাইল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করে ক্যাটরিনা কাইফ ফেসবুক ও টুইটারে লিখেছেন, সারা বছর আমার পাশে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আশা করছি নতুন বছর প্রত্যেকের জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে।

নতুন বছরটি ক্যাটরিনার ক্যারিয়ারে আরও একটি সফলতার পালক যোগ করবে বলে আশা করা হচ্ছে। এই বছরে তিনি আনন্দ এল রায়ের একটি সিনেমায় অভিনয় করবেন। যাতে তার সহ অভিনেতা হিসেবে থাকছেন শাহরুখ ও আনুশকা শর্মা।

গত বছরের শেষ দিকে টাইগার জিন্দা হায় দিয়ে বাজিমাত করেন ক্যাট। যেখানে তার বিপরীতে অভিনয় করেন সাবেক প্রেমিক সালমান। দু’জনের রোমান্স দর্শকরা ভালোভাবেই নিয়েছেন।

সূত্র : এনডিটিভি।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি