বিরতি ভেঙে ফিরছেন অপি
প্রকাশিত : ১৪:১৭, ৫ জানুয়ারি ২০১৮
				
					অভিনেত্রী অপি করিম। বেশ কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় এই তারকা। ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অপি।
সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। সম্প্রতি দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিনী। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন। তাকে জবা নামেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল ও রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করছেন।
আগামী মার্চে একটি ওয়েব চ্যানেলে সিরিজটি দেখা যাবে।
এসএ/
				        
				    









