ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

ব্রণের কারণে হয়রানির শিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৩, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মুখে ব্রণ। তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। নারীদের ওপর চলা যৌন হয়রানি, বৈষম্যের প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে। কালো ছড়ানো গাউনে তাকে বেশ সুন্দর লাগছিল। কিন্তু ২২ বছরের কেন্ডাল জেনার তারপরও হয়রানির শিকার।   

কেন্ডালের গালের চামড়া অতটা মসৃণ ছিল না। সেখানে উকি দিচ্ছে ব্রণ। কেন তিনি মেকআপে ব্রণ না ঢেকেই রেড কার্পেটে হাঁটার সাহস করেছেন! এ জন্য কেন্ডালকে নিয়ে হাসাহাসিও হয়েছে বিস্তর। কিন্তু ভক্তরা পাশে দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে আলোচিত এ ফ্যাশন মডেলের। আর সেটাকেই গ্রহণ করেছেন কেন্ডাল।

সমালোচনাকে আপাতত পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের এ মডেল।  টুইটারে কেন্ডাল লিখেছেন, ‘এসব বাজে মন্তব্য যেন কারও পথে বাধা হয়ে না দাঁড়ায়।’ সূত্র : ডেইলি মেইল 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি