ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যুর মুখে পাওলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। শৈল শহরে তুষারপাতে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন নবদম্পতি।

বুধবার সেই দুর্যোগঘন পরিস্থিতি থেকে পাওলি দাম এবং অর্জুন দেব-সহ অন্যান্য পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে সুইস প্রশাসন। হেলিকপ্টারের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়েছে।

দুবাই থেকে সুইজারল্যান্ড। মধুচন্দ্রিমার ঘোর কাটতে না কাটতেই দুঃস্বপ্নের সম্মুখীন নবদম্পতি। সুইজারল্যান্ডের আল্পসে তুষারপাতের সময় বিপর্যয়ের সম্মুখীন হন পাওলি দাম এবং অর্জুন দেব। তুষারপাতের কারণে মেটারহর্ন রিসোর্টে আটকে পড়েন বাকি পর্যটকরাও। মেটারহর্নের ওই স্কি রিসোর্ট থেকে সকলকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর বন্ধু অর্জুন দেবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পাওলি। পরের সপ্তাহেই মধুচন্দ্রিমার জন্য বেরিয়ে পড়েন নবদম্পতি। দুবাইতে নতুন বছরের উৎসবে সামিল হওয়ার পরই দু’জনে ইউরোপ পাড়ি দেন। সুইজারল্যান্ডের আল্পস ছিল তাঁদের মধুচন্দ্রিমার শেষ ল্যাপ। আর সেখানেই বিপর্যয়ের মুখে পড়লেন নবদম্পতি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি