ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

শিশুদের নিয়ে আরজে মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৪ মার্চ ২০১৮

সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন মিথিলা। সংসারের ঝুট-ঝামেলা এখন খুব একটা নেই। নেই কোন পিছুটান। তাইতো অভিনয় এবং চাকরি- দুটাই সমানভাবে সামলাতে পারছেন তিনি। দীর্ঘদিন ধরেই ব্র্যাক ইন্টারন্যাশনাল নামে একটি এনজিওতে চাকরি করছেন মিথিলা। ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করছেন প্রতিষ্ঠানটিতে। চাকরির সূত্রে শিশুদের নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠেছে তার। অভিনয় ও গানের পর এবার রেডিওতে আরজে হিসেবে অভিষেক হচ্ছে মিথিলার।

বেশ কয়েক মাস আগে এই অনুষ্ঠানের ঘোষণা দিলেও অবশেষে এপ্রিলে এটি শুরু হতে যাচ্ছে। ‘বেড়ে ওঠার গল্প’ নামের অনুষ্ঠানটি শুরু হচ্ছে ৪ এপ্রিল। সেদিন থেকে প্রতি সপ্তাহের বুধবার এই আয়োজন রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে।

ব্র্যাক আর রেডিও স্বাধীনের যৌথ প্রযোজনায় শুরু হয়েছে শিশুদের নিয়ে অনুষ্ঠান ‘বেড়ে ওঠার গল্প’।

এতে মিথিলা কথা বলবেন শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে। অনুষ্ঠানে এ বিষয়ের বিশেষজ্ঞরাও যোগ দেবেন।

এ প্রসঙ্গে মিথলা বলেন, ‘এক বছর ধরে অনুষ্ঠানটি নিয়ে কাজ করছি। শিশুর মানসিক বিকাশের বিষয়ে কেউ ভাবে না। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু আমরা মা-বাবারা ভাবি শিশু শারীরিকভাবে বেড়ে উঠলেই সব স্বাভাবিকভাবে এগোয়। কিন্তু বিকাশের দিকে আমরা নজর দেই কয়জন? এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতেই আমরা কথা বলব এই অনুষ্ঠানে।’

রেডিও স্বাধীনের পক্ষ থেকে বলা হয়, আমাদের সবচেয়ে ভালোবাসার আর কাছের মানুষ হলো আমাদের সন্তান। তাদের বেড়ে ওঠা যেন হয় সমৃদ্ধ আর সম্ভাবনাময়, আমরা এসেছি এই প্রয়াস নিয়ে।

আরও জানানো হয়, শিশুর প্রারম্ভিক বিকাশ বিশেষ করে শিশুর যত্ন, বিকাশ, শিক্ষা ও বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।

সঙ্গে থাকছে শ্রোতাদের মতামত। ০৯৬৬৬৯২৪৯২৪ নাম্বারে ফোন করে অংশ নেওয়া যাবে অনুষ্ঠানে। কুইজে অংশগ্রহণ ও জিতে নিয়ে মিথিলার সঙ্গে শিশু বিকাশ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকছে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি