ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শুক্রবার ‘প্রেমের কেন ফাঁসি’ নিয়ে বড় পর্দায় রাকা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৫৬, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে রাকা বিশ্বাসের ছবি ‘প্রেমের কেন ফাঁসি’। ছবিটি পরিচালনা করেছেন আবু সুফিয়ান। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে নাবাগতা নায়িকা রাকা বিশ্বাসের।

ছবির নির্মাতা আবু সফিয়ান বলেন, ‘আমি অনেক দিন পর ফোক ঘরানার একটি ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছি। আমার মনে হয়েছে দর্শক এক ধরনের ছবি দেখতে দেখতে ক্লান্ত, যে কারনে এই ধরনের ছবি সবার কাছে ক্ষরার মধ্যে এক পশলা বৃষ্টি মনে হতে পারে। এই ছবির মাধ্যোমে আমি রাকা বিশ্বাস নামে একজন নায়িকাকে নিয়ে এসেছি, যে কিনা দর্শক মন জয় করার মতো সব গুনের অধিকারি। আমি মনে করি রাকা চলচ্চিত্রে স্থায়ী আসন করে নেবেন।’     

নবাগত নায়িকা রাকা বিশ্বাস বলেন, ‘আমার ছবির পরিচালক আবু সুফিয়ান স্যারকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই। তিনি শুটিংয়ে আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এতে আমার মধ্যে একটা আত্ববিশ্বাস তৈরী হয়েছে। ছবিতে আমার চরিত্রটি রাজার মেয়ের। ভিন্নধারার গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।   

ফোক ঘরানার এই ছবি দর্শক কেন দেখবে, এমন প্রশ্নের উত্তরে আবুসুফিয়ান বলেন, “আসলে ফোক ছবি দর্শক সব সময়ই দেখে। আমাদের দেশে ‘বেদের মেয়ে জোসনা’ মাইল ফলক হয়ে আছে সিনেমা জগতে, একই ভাবে ‘রঙ্গিন রূপবান’সহ আরো অসংখ্য ছবি আছে, যা দর্শক পছন্দ করেছে। আমি মনে করি এখনো ফোক ছবির সময় শেষ হয়ে যায়নি, কখনই শেষ হবে না।”

ছবিতে রাকা বিশ্বাসসহ আরো অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা উজ্জ্বল, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, রেবেকা, শিমু আহমেদ, শাহেন শাহ প্রমুখ।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি