ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কবিগুরুর জন্মবার্ষিকীতে সৈয়দ আবদুল হাদীর মিউজিক ভিডিও 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৮ মে ২০১৮ | আপডেট: ২১:২৭, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কণ্ঠ শিল্পী সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ শিরোনামের এই গানটি বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়।

গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন আর এর ভিডিওচিত্র তৈরি করেছেন সাদাত হোসাইন। গাওয়ার পাশাপাশি ভিডিওটিতে অংশ নিয়েছেন সৈয়দ আবদুল হাদী। সঙ্গে আছে ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।

উল্লেখ্য, ২০১১ সালে সৈয়দ আবদুল হাদী রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও কবিগুরুর গান কণ্ঠে তুললেন।   

আবদুল হাদী বলেন, ‘বাঙালি জাতির সঙ্গে বরীন্দ্রনাথের সম্পর্ক নিবিড়। আর সংগীতজীবনের শুরু থেকেই তার গানের সঙ্গে আমার সম্পর্ক। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য হবে।’  

বাংলাঢোলের পাশাপাশি গানটি শোনা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি