ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

নতুন বিজ্ঞাপনে হিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ১০ মে ২০১৮

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রত তিনি সফর করেছেন মালয়েশিয়ায়। সেখানে বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখ উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই সফর শেষে দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন।

মঙ্গলবার এসিআই মসলার নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন হিমি। এটিতে তার সঙ্গে দেখা যাবে তামিম মৃধাকে। দু’জনের একসঙ্গে এটি দ্বিতীয় বিজ্ঞাপন। এর আগে তারা মি. প্রাণ ম্যাঙ্গোর একটি বিজ্ঞাপনে জুটি হয়েছিলেন।
নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে হিমি বলেন, ভালো প্রোডাক্ট কিংবা কনসেপ্ট পেলে বিজ্ঞাপনের কাজ হাতছাড়া করি না। তামিম ভাইয়ার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। কাজটি করে অনেক ভালো লেগেছে। বিজ্ঞাপনটির মধ্যে দর্শক নতুনত্ব পাবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি