ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আবারও বিয়ে করলেন হিমেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ১২ মে ২০১৮

Ekushey Television Ltd.

শোবিজ অঙ্গনে বিয়ের ধুম পড়েছে। আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সুরকার-সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া।

গতকাল শুক্রবার প্রেমিকা সোনিয়া কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ২০০৬ সাল থেকে সোনিয়া কাপুরের সঙ্গে প্রেম করছেন হিমেশ।

জানা গেছে, খুব সাধারণভাবে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এতে হিমেশের মা-বাবা ও ছেলেও উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান হিমেশ। মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন করেন তারা। এরপর  গত বছর জুনে তাদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন আদালত। হিমেশ-কোমল দম্পতির শিবম নামে এক ছেলে রয়েছে।

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি