ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রাজের বিয়ের দিনে কি করলেন মিমি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৬:০৬, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাওয়ালি রাজবাড়ি তখন আলোর রোশনাইতে ঢাকা পড়েছে। শাঁখ আর উলুধ্বনিতে গমগম করছে রাজবাড়ি চত্বর। বিয়ের আসরে মাতোয়ারা রাজ আর শুভশ্রী। সেখান থেকে অনেক দূরে দিনটি কাটিয়েছেন মিমি চক্রবর্তী। যিনি একসময়ে ছিলেন রাজের ঘনিষ্ঠ বান্ধবী।

রাজের সঙ্গে মিমির সম্পর্কের কথা সকলেই জানেন। সেই রাজ মিমির সম্পর্কে ভেঙে যাওয়ার পর, সামনে আসে রাজ ও শুভশ্রীর সম্পর্কের কথা।

ওই সময় জানা যায়, রাজের সঙ্গে গভীর প্রেমে আবদ্ধ ‘চ্যালেঞ্জ’ গার্ল শুভশ্রী। এদিকে, এই ত্রিকেণ সম্পর্ক নিয়ে একাধিক বিতর্কিত তথ্যও সামনে আসে। সব পেরিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। অনেকেরই মনে কৌতূহল হয়, সেই দিনটি কোথায় কাটিয়েছেন রাজের ‘প্রাক্তন’ মিমি চক্রবর্তী!

মিমির পোস্ট থেকে জানা গেছে, এদিনটি নিজের সঙ্গে নিজের মতন করে কাটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিমি একটি ছবি পোস্ট করে তিনি লেখেন ‘টু মাইসেল্ফ’। ছবিতে দেখা যাচ্ছে সূর্যাস্তের সময়ে বাড়ির বারান্দায় একটি বই নিয়ে বসে রয়েছেন মিমি। সামনে চা ও জলের বোতল। মিমির ছবিতেই তার মনের মেজাজ ধরা পড়েছে। এমন মত অনেকেরই।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি