ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসিফের সঙ্গে এভ্রিলের রোমান্স  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১৪ মে ২০১৮ | আপডেট: ২২:০৪, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা গানের যুবরাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে একটি গানের মডেল হয়েছেন `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ`র খেতাব জয়ী আলোচিত মডেল জান্নাতুল নাঈম এভ্রিল। আসিফ আকবর নতুন নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হন। এবার তিনি এভ্রিলকে নিয়ে হাজির হচ্ছেন।

সম্প্রতি রাজধানীর সাভারে গানটির শুটিং করা হয়। সেখানে মডেল হিসেবে ছিলেন আসিফ ও এভ্রিল। ভিডিও চিত্রটি পরিচালনা করেন সৌমিত্র ঘোষ ইমন।   

`খোদার কসম, আজ থেকে ভুলে যাবো আমি তোর নাম` - এমন কথায় গানটি লিখেছেন ওমর ফারুক এবং গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। আর গানটির সংগীত পরিচালনা করেন জাহিদ বাশার পংকজ।

এভ্রিল বলেন, ‘আসিফ ভাই বাংলা গানের যুবরাজ। আমি তার গানের পাগল ভক্ত। তার গানে মডেল হতে পেরে ভালো লাগছে। গানটি অনেক সুন্দর। অডিও যে কারো ভালো লাগার মতো। ভিডিওটাও সুন্দর করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, সবার নজর কাড়বে।’

আসিফ বলেন, ‘আমি সব সময় গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। এই গানটির ক্ষেত্রেও সেটা বজায় ছিল। বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলো এভ্রিল। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস।’

আসছে রমজানে গানটি সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি