ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ঈদে শিশুদের জন্য শাওনের ‘বোতল ভূত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৯ মে ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী নির্মাতা মেহের আফরোজ শাওন। আগামী ঈদের জন্য পাঁচ পর্বের একটি ঈদ ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। নাটকটির নাম ‘বোতল ভূত’

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর। এর গল্পে দেখা যাবে, একটি স্কুলে বাচ্চারা পড়ালেখা করে। সেই স্কুলের এক বাচ্চা তার নানার কাছ থেকে ছোট্ট বোতলে ভূত নিয়ে আসে স্কুলে।

এ বিষয়টি স্কুলের সবাইকে জানিয়ে দেয়া হয়। এরপর বাচ্চারা স্কুল ছুটি চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ছুটি দিতে রাজি হয় না। এটা বাচ্চারা বোতল ভূতকে গিয়ে জানায়, যেন বোতল ভূত স্কুল ছুটি দেয়ার কোনো ব্যবস্থা নেয়।

এর মধ্যেই হঠাৎ করেই স্কুল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয় স্কুলের মেরামত কাজের জন্য। বাচ্চারাও মহাখুশি যে, বোতল ভূতে স্কুল ছুটির ব্যবস্থা করে দিয়েছে। এ ছুটিতে ওরা তাই ফুটবল খেলার প্রস্তুতি নেয়। এ খেলায় বোতল ভূতের কারসাজিতে ওরা জিতে যায়। এভাবে নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির গল্প।

নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘শিশুদের জন্যই এ নাটকটি তৈরি করেছি। ঢাকা এবং জামালপুরের নরুন্দীতে নাটকটির শুটিং করেছি।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, মতিউল আলম, শাহনাজ সুমী প্রমুখ। এটি আগামী ঈদে দুরন্ত টিভিতে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি