ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রখ্যাত গজল শিল্পী মেসবাহ আসছেন সরাসরি অনুষ্ঠানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৩ মে ২০১৮ | আপডেট: ১৪:১৭, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

মেসবাহ আহমেদ। নিজের ভিন্ন ধরনের গায়কী দিয়ে সত্যিকারের গান পাগল মানুষদের মনে অন্যরকম এক অবস্থান তৈরি করে নিয়েছেন অনেক আগেই। আধুনিক, গজল আর ক্লাসিকাল ঘরানার গান করেই তিনি শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। মুগ্ধতার সেই রেশ আবারও শ্রোতা দর্শকের মধ্যে ছড়িয়ে দিতে প্রখ্যাত এই গজল শিল্পী আসছেন সরাসরি সংগীতানুষ্ঠানে।

অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’- এ এবার সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

আগামীকাল ২৪ মে, বৃহস্পতিবার, রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে গাইবেন মেসবাহ। নিজের ও দর্শকদের পছন্দের সব গান নিয়ে সরাসরি গানের এই অনুষ্ঠানটি প্রযোজনায় করেছেন শিবলী জিয়া।
গজলের পাশাপাশি থাকবে শিল্পীর সঙ্গে আলাপচারিতা।
উল্লেখ্য, বাংলাদেশের গজল সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছেন এই গুনি শিল্পী। এছাড়া তিনি স্টেজ শো, টিভি শো সহ নিয়মিত গজল পরিবেশন করে যাচ্ছেন।

মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিংয়ের শিষ্য। দুই দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এ ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন। দেশের সেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও মেসবাহ আহমেদের গুরু।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি