ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ত্রান নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আঁখি আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ নিয়ে গেলেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। সেখানে রোহিঙ্গাদের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উখিয়ার ত্রাণ সমন্বয় কেন্দ্রে নিজের অবস্থানের ছবি ও ভিডিও শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা।
সেখানে রওনা দেওয়ার আগে আঁখি আলমগীর লিখেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হলাম রিলিফ বিতরণের জন্য।’
রোহিঙ্গাদের জন্য ব্রিটেনের ম্যানচেস্টারে চ্যারিটি তহবিল গঠন করেছে ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১৩ মে ম্যানচেস্টারে একটি কনসার্ট করেছেন আঁখি আলমগীর।
আঁখি আলমগীর জানান, মানবতার কথা চিন্তা করেই এই কনসার্ট করেছিলেন তিনি। টানা তিন ঘণ্টা গান গেয়েছিলেন। রোহিঙ্গাদের পাশে সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।   
আঁখি আলমগীর আরও জানান, বাংলাদেশ আর্মিদের সাহায্য নিয়ে তারা রোহিঙ্গাদের খাবার দেবেন। সবার দোয়া চেয়েছেন তিনি।
ম্যানচেস্টারের কনসার্ট থেকে এক লাখ ১১ হাজার পাউন্ডের বেশি অর্থ উঠেছে বলে জানিয়েছেন আঁখি আলমগীর।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি