ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আদালতের হাজতখানায় কণ্ঠশিল্পী আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আদালতে নেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আসিফ আকবরকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, এখনও এ ব্যাপারে কোনো কাগজপত্র আসেনি। কাগজপত্র আসার পর তাঁকে আদালতে তোলা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিল্পী ও সুরকার শফিক তুহিনের দায়ের করা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করে সিআইডি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি