ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সিনেমার নাম করে কোটি টাকা আত্মসাৎ, অভিনেত্রী আটক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১৮:৪২, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চলচ্চিত্র নির্মাণের কথা বলে একজনের কাছ থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন নায়িকা সাদিয়া আফরিন। সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম মঙ্গলবার (১২ জুন) কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে সাদিয়া ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকালে সিআইডির লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, ‘মিজানুর রহমান খাঁন নামে এক ব্যক্তির কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছে সাদিয়া ও তার স্বামী।’

তিনি আরও জানান, ফেসবুকের মাধ্যমে ২০১৩ সালে সাদিয়ার সঙ্গে পরিচয় হয় মিজানুর রহমানের। এরপর সাদিয়া মিজানুর রহমানকে জানান, তার স্বামী সৌরভ সিনেমা প্রযোজনা করেন। লাভবান হওয়ার আশ্বাস দিয়ে সিনেমাতেয় তিন কোটি টাকা বিনিয়োগের কথা জানান তারা। তার কথায় আশ্বস্ত হয়ে মিজানুর রহমান বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে সাদিয়া ও তার স্বামীকে আড়াই কোটি টাকা দেন। কিন্তু পরবর্তীতে সাদিয়া ও তার স্বামী সিনেমা বানাননি,আর টাকাও ফেরত দেননি। উল্টো তারা এখন বলেছে, ‘টাকা দিতে পারবো না, যা করার করেন।’

এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামালা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সাদিয়া আফরিন কয়েকটি সিনেমায় কাজ করলেও এখনো তার কোনো সিনেমা মুক্তি পায়নি।      

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি