বিক্ষোভের মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
প্রকাশিত : ২৩:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার জেরে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার বাসভবনে দলের নেতাদের কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানান রমেশ লেখক।
নেপালের গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।
গণমাধ্যম দ্য কাঠমান্ডু সরকারি তথ্যের বরাতে জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। পরিস্থিতির নৈতিক দায় স্বীকার করে মন্ত্রী পদত্যাগ করেছেন বলে মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন।
রমেশ লেখক ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। পদত্যাগের বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম অনলাইন খবর–কে তিনি বলেন, “আজকের বিক্ষোভে বহু প্রাণহানি হয়েছে। তার নৈতিক দায় আমারই। নৈতিকতার খাতিরে আমি পদে থাকতে চাই না।”
সহিংসতার পটভূমি
নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্সসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়। পরে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা মোটরসাইকেলে আগুন ধরায়, ব্যারিকেড ভাঙে এবং পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হয়।
কাঠমান্ডুর সিভিল হাসপাতালের তথ্য কর্মকর্তা রঞ্জনা নেপাল জানিয়েছেন, আহত বিক্ষোভকারীদের ভিড়ে জরুরি বিভাগে তীব্র চাপ তৈরি হয়েছে।
সহিংসতার কারণে প্রশাসন সংসদ ভবন, রাষ্ট্রপতির বাসভবন এবং সিংহদরবারসহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে।
এসএস//
আরও পড়ুন