ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নিজের মডেলিংয়ে টুম্পা গাইলেন ‘অষ্টপ্রহর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পীর গান কাভার করছেন টুম্পা খান। সম্প্রতি আরমান আলিফের গাওয়া  জনপ্রিয় ‘অপরাধী’ গানটি গেয়ে আলোচিত হোন তিনি।

নতুন খবর হলো, এবার মৌলিক গান গেয়েছেন টুম্পা। গানের শিরোনাম ‘অষ্টপ্রহর’। কিছুদিন আগে গানটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির ভিডিওতে মডেল হয়েছেন টুম্পা নিজেই। সারাজাত সৌমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ।

এ বিষয়ে টুম্পা বলেন, এখন নিয়মিত মৌলিক গান গাইতে চাই। আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। সবাই দোয়া করবেন।

গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। অংকুর মাহমুদের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আরমান আলিফ। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী। তাদের মধ্যে টুম্পা খানই হয়েছেন ব্যাপক আলোচিত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি