ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসিফ আসছেন ‘আগুন পানি’ নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চলচ্চিত্রের পাশাপামি মিউজিক ভিডিও নির্মাণ করছেন পরিচালক সৈকত নাসির। এবার তিনি ‘আগুন পানি’ শিরোনামে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের একটি গানে তিনি নিজেই মডেল হিসেবে কাজ করছেন। তাঁর সাথে জুটিবেঁধে কাজ করেছেন লাক্সতারকা মৌসুমী হামিদ। গানটির কোরিওগ্রাফি করেছেন কোরীয়গ্রাফার মোহাম্মদ মনজুর আহমেদ।
গানটি শিগগিরই দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। নতুন এ গানে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় টিভি তারকা মৌসুমী হামিদ।
নতুন গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বললেন, ‘গানটি একেবারেই অন্যরকম। তরুণ মুন্সীর করা সব গানই আমার প্রিয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মিউজিক ভিডিওটির কাজও সুন্দর হয়েছে। মৌসুমী হামিদ আর আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। আমাদের দু’জনেরই একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটি দারুণ। মজার বিষয় হল ভিডিওতে আমি যে পিস্তলটি ব্যবহার করেছি তা বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণ জয়ী শুটার আসিফ হোসেন খানের। আসিফকে বিশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ভালোবাসা তার জন্য।’
গানটির মডেল মৌসুমী হামিদ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লাগছে প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে আমাকে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি