ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জ্যাকসনের ক্যান্সার আক্রান্ত বাবার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জানা গেছে, আমেরিকায় একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন জ্যাকসন। তারকা শিল্পী মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকীর দুইদিন পরই পৃথিবী থেকে বিদায় নিলেন তার বাবা জো।

মাইকেল জ্যাকসনসহ তার পাঁচ সন্তানকে নিয়ে এক সময় `জ্যাকসন ৫` ব্যান্ড গড়ে তুলেছিলেন জো। মাইকেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বাবা।
বাবার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন মেয়ে লা টয়া জ্যাকসন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি