ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

১০ কোটির ঘরে ‘অপরাধী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের আলোচিত ‘অপরাধী’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ১০ কোটি বারেরও বেশি। অংকুর মাহমুদের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আরমান আলিফ।
১০ কোটি শ্রোতা ও দর্শক পেয়ে উচ্ছ্বসিত গানের শিল্পী। নিজের অনুভূতি প্রকাশ করে আরমান আলিফ বলেন, ‘ভালো লাগছে। এটা ভালো লাগারই একটা বিষয়। প্রত্যাশা আগের থেকে বেড়েই চলেছে। ইউটিউব লিংকের কমেন্টে  সবার অভিনন্দন বার্তা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই।’
এদিকে আসছে ঈদুল আজহায় ‘নেশা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন আরমান আলিফ। গানটি তার ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ থেকে প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি।
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করেছিল আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। সেই সঙ্গে এ গানের মাধ্যমেই অনেক ইউটিউবার শিল্পী নিজেদের প্রকাশেরও সুযোগ পেয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি