ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কারিব ও মেঘার ‘লাগলো আগুন রঙের বাজারে’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:২৯, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে হয়ে গেলো `লাগলো আগুন রঙের বাজারে` শিরোনামের গানের শুটিং। গানটির গীতিকার, সুরকার ও শিল্পী টুনির মা খ্যাত প্রমিত কুমার। মিউজিক স্বাধীন মাহমুদ। গানটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কারিব হাসান ও মেঘা স্রুতি। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু ও রতন।    

গানটি প্রসঙ্গে শিল্পী প্রমিত বলেন, এই গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে। কারন গানের সব কিছুই আমি খুব দরদ দিয়ে করেছি। সেই জন্য আত্মবিশ্বাস নিয়ে বলছি। সবার কাছে গানটি ভালো লাগবে বলে আশা করি।

কোরিওগ্রাফার মাইকেল বাবু বলেন, গানটির দৃশ্যায়ন চমৎকার ভাবে করার চেষ্টা করেছি। এফডিসিতে মনোরম সেট তৈরী করে গানটিকে যতটা কালার ফুল, সুন্দর করা যায় সে দিকে নজর দিয়েছে। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।  

অভিনেতা কারিব হাসান বলেন, গানটি অসাধারণ হয়েছে। প্রমিত ভাই দারুন গেয়েছেন। আর মাইকেল ও রতন ভাই খুব যত্ন করে আমাদেরকে যে ভাবে ফুটিয়ে তোলা যায় চেষ্টা করেছেন। গানটি সবার নজর কাড়বে আশা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।  

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি